ওয়ার্ডপ্রেস কে রক্ষা করতে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার আপডেটের কোনো বিকল্প নেই। তাই ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এর কোনো আপডেট আসলে তা উপেক্ষা না করে তৎক্ষণাৎ আপডেট করে ফেলা। আপডেটই হলো ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এর নিরাপত্তার প্রথম ও প্রধান বিষয়।