Surprise Me!

#পাশে_আছি_বাংলাদেশ #PRAN #RFL #PRAN_RFL_Group - Nazmun Munira Nancy

2020-06-05 6 Dailymotion

#পাশে_আছি_বাংলাদেশ
#PRAN #RFL
#PRAN_RFL_Group

মানুষ মানুষের জন্য- এ অনুভূতিকে ধারণ করে করোনার এ সংকটে দেশ জুড়ে দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে প্রাণ-আরএফএল গ্রুপ। একান্ত সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু হয় “পাশে আছি বাংলাদেশ” প্রকল্পটি।
এর আওতায় ইতোমধ্যে দেশের মোট ৪২ টি স্থানে ৫০,০০০ পরিবার এবং দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। শুধু খাদ্য সামগ্রীই নয়, এ প্রকল্পের অধীনে প্রাণ-আরএফএল গ্রুপ করোনার সম্মুখ যোদ্ধাদের জন্য ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়েছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং করোনা নমুনা সংগ্রহের বুথ।
এভাবেই, 'পাশে আছি বাংলাদেশ'-এর কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলতে প্রাণ-আরএফএল গ্রুপ এর মত আপনি ও পাশে থাকুন