Surprise Me!

Auto Converts Into a Garden: গাছপালা, মাছ, খরগোশ মিলেমিশে মিনি-জু হল অটো

2020-10-14 5 Dailymotion

আনলকে ধাপে ধাপে সবকিছু খুললেও সংক্রমণের ভয়ে চিড়িয়াখানা যাওয়া বন্ধ, কিন্তু তাই বলে কী সেই স্বাদ থেকে বঞ্চিত হবে আমজনতা! এবার অটোরিকশাতে ভ্রমণের সময়ই পাবেন চিড়িয়াখানার স্বাদ, অভিনব এই উদ্যোগ নিয়েছেন ভূবনেশ্বরের অটোচালক সুজিত দিগাল। নিজের অটোটাকেই ভরিয়ে দিয়েছেন গাছপালায়, রয়েছে ছোট একটি অ্যাকুরিয়াম, ছোট্ট একটি খাঁচা এবং খরগোশ। লকডাউনের জেরে বন্ধ ছিল রুটি-রুজি, নিজের পরিবারের কাছেও ফিরতে পারেননি তাই একাকীত্ব কাটাতে এই অভিনব উদ্যোগ নেন সুজিত।

#AutoGarden #AutorickshawGarden #LatestLYBangla