Mutual Funds Investment: ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বাজারের চলন ছিল নিম্নমুখী। ৬ মাস পর সামান্য উপরে উঠলেও তার পর থেকে প্রায় থমকেই রয়েছে। অনেকেই মনে করছেন আগামী দিনে আরও বড় কারেকশনের দিকে এগোচ্ছে শেয়ার বাজার। আবার অনেকে বলছেন, বাজার খানিক জিরিয়ে নিচ্ছে। তার পর আবার লম্বা ছুটবে। এ অবস্থায় অনেক বিনিয়োগকারী নতুন কোনও বিনিয়োগ করার আগে ভাবছেন, কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভ হবে। বা আদৌ লাভ হবে কি? সব কিছু নিয়ে আজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব। সব প্রশ্নের উত্তর রয়েছে এখানে।
#mutualfunds #investment #goldinvestment